সময়
দীপঙ্কর সরকার
একটা স্বপ্নের মতো চলে গেল সময়
বালখিল্য উচ্চারণ যেন পাতায় পাতায়
ভোর চির জাগরুক ।
অসূয়া ক্রন্দন যেমন নীলে নীল আহত
সাপের ফণা দিগ্বিদিক , শূন্যে ধূসর ছায়া
আলোর অধিক ।
তালে বেতারে বক্ররেখা অযথা জাগায়
কৌতুক । আলস্যের ঘুম ভাঙে অযাচিত
মনের অসুখ ।
একটা স্বপ্নের মতো চলে যাওয়া এই সময়
অজস্র ভাঙচুর ।
================
দীপঙ্কর সরকার
কাঁঠাল পুলি
(সিংহের হাটের কাছে)
চাকদহ
নদীয়া
৭৪১২২২
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন