Featured Post

কবিতা ।। অন্তরঙ্গ ।। বন্দনা পাত্র

ছবি
 অন্তরঙ্গ   বন্দনা পাত্র  দেখেছি আমি চৈত মাসের থমকে যাওয়া চোখ   এসো আমার অন্তরঙ্গ সাতমহলী বৈশাখ.... যন্ত্রণারা বিবর্তনে নতুন করে বৈশাখে ঘনিষ্ঠ সেই মুহূর্তগুলো আমের শাখে শাখে  বসে আমি প্রতিকূল বাতাসের ডাকে..., বৈশাখী মহলে ভীড় করে আমার রবীন্দ্রনাথ  যন্ত্রণা উপশমে বসায় প্রকৃতি চাঁদের হাট... যত কথা বলে যায় ঈশ্বরী কলস কাঁখে.... সৃজনে আমি ধ্রুপদী বেলা 'পঁচিশে বৈশাখে' , পরবাসী বাতাস এসে বৈশাখের ঘরে  অনন্ত স্মৃতি জাগায় হৃদয়ের অভ্যন্তরে,  স্বতন্ত্র চোরাবালি দোর খোলে চিরতরে  এই হৃদয়ে, বৈশাখী চাঁদে দেখি ভীড়  কত কবি এঁকেছেন ছবি প্রতিটি সত্যের।।

কবিতা ।। তবুও ভালোবাসি ।। মহা রফিক শেখ


তবুও ভালবাসি

মহা রফিক শেখ


আমি জানি - খুব ভালো করে জানি।
তুমি কখনও আমার হবে না।
কোনও দিনও। কোনও কালেও।
তবুও বেহায়া মন বারবার,হাজারবার - 
তোমার দিকে ছুটে যায়।
এবড়ো - খেবড়ো রাস্তা - কত হোঁচট।
তবুও এ মন মানে না।
বাঁধন খুলে মিশতে চাই সুনিবিড় বন্ধনে।

আমি জানি, তোমার মনে আমার কোনো স্থান নেই।
তবুও অমি অচ্ছুৎ হয়ে থাকতে চাই।
উচ্ছিষ্ট ভালোবাসায় বাঁচতে চাই।
একাকী - একলা - অতি সংগোপনে।
ভালোবাসো আর নাই বা বাসো - 
আমি তো বাসি!

তোমায় কোনোদিন পাবো না জেনেও - 
তৃষ্ণার্ত চাতক হতে চাই।
বৃষ্টি নামুক আর নাই বা নামুক।
পথ হারা পথিক হয়ে - হারিয়ে যাবো।
কোনো এক বনবীথি র গহন তলে।
যেখানে শত শত প্রাণীর অব্যক্ত প্রেমের ভাষা।
আমি বোঝার চেষ্টা করবো - সেই ভাষা - সেই ভালোবাসা।
জানি, তোমাকে পাওয়া এত সোজা নয়, এতো সরলও নয়!
তোমার কাছ গেলে - এখনও আড়ষ্টতা আসে।
জড়তা ভর করে।
কখনও বা হাত দুটোও কাঁপে।
বলতে গিয়েও বলতে পারি না - অনেক না বলা কথামালা।
যে গুলো জমে জমে চাপের আরেকটা আলাদা হৃদয় তৈরী হয়।
অব্যক্ত ব্যথা বেদনায় - কাতরায় এই মন।

আমি জানি, তুমি আমাকে কোনো দিনও ভালোবাসবে না।
আমাকে পছন্দও করবে না।
আমার প্রতি এক বিন্দু উৎসাহও দেখাবে না।
তবুও এই ভাঙা মন বার বার সজীব হওয়ার চেষ্টা করে।
আঁকড়ে ধরে ভালোবাসতে চায় - লতানো বিরুতের মত।
তুমি বুঝ আর নাই বা বুঝ - 
গ্রহণ করো বা বর্জন করো!
তবুও আমি বেহায়ার মত ভালবে
সে যাবো।
জীবনভর .... আমরণ পর্যন্ত।

#################

মহা রফিক শেখ,  মহিসার, খড়গ্রাম,মর্শিদাবাদ, প ব - 7421



মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

প্রচ্ছদ।। ৮৩তম সংখ্যা ।। মাঘ ১৪৩১ জানুয়ারি ২০২৫ ।। প্রচ্ছদ ও সূচিপত্র

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮৪তম সংখ্যা ।। ফাল্গুন ১৪৩১ ফেব্রুয়ারি ২০২৫

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল