
ফজলি সে
নীলমাধব প্রামাণিক
মালদার নাম জাদা
বিখ্যাত ফজলি সে
হাতঘুরে এসেছিলো
আমাদের মজলিসে ।
অতি সুস্বাদু সে যে
রঙে রূপে গন্ধে
কিন্তু মোড়ক খুলে
পড়ে যাই ধন্দে ।
যদিও ফজলি তবু
মোটেও সে আম নয়
এবার বাড়ছে জানি
তোমাদের সংশয় ।
মাল-দা 'র হাতে দিই
মালদার ফজলি,
আম তার প্রিয় নয়
প্রিয় ফল মছলি ।
****************
নীলমাধব প্রামাণিক
কিসমত মাধবনগর (ধোপাহাট )
ডাক- পূর্ব চাঁদপুর ,মন্দির বাজার
দক্ষিণ চব্বিশ পরগনা
পিন- 743336
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন