পুতুল
মীরা রায়
পুতুল মানে যার নিজের কোনো ক্ষমতা নেই
নেই হাঁটা চলা,হাত, পা নাড়ানো
যেমন রাখা হবে,সে রকম থাকবে
দাঁড়ানো কিংবা শোয়ানো।
নানা রঙের পুতুল সুন্দর সুন্দর
লোভনীয় ও আকর্ষণীয় চেহারা
কিনে বাড়ি নিয়ে আসতে ইচ্ছে করে,
আবার কোনো পুতুল চোখ পিট পিট করা।
কাঠের পুতুল, মোমের পুতুল
পুতুল নানান জাতির
শিশুদের পুতুল দিলে
ভীষণ করে খাতির।
আমরা ও ঈশ্বরের হাতের পুতুল
যেমন চালায় তেমন চলি
যেমন করায় তেমন করি
যেমন বলায় তেমন বলি।
=============
মীরা রায়
আঁকড়ি, শ্রীরামপুর, পুরশুড়া, হুগলি
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন