তিনটি কবিতা ।। সুশান্ত সেন
নিয়ম
মেসেজ দিয়ে বললো ওরা
আপনি কি নিয়ম মেনেছেন ?
অবাক হয়ে থাকলাম
কবিতা লেখা আর পাঠাবার ভেতর
আবার কিসের নিয়ম !
ব্যাংকে, পোষ্ট অফিসে, কল কারখানায়,
এমনকি শ্মশান ঘাটেও নানা নিয়ম মানতে মানতে
জেরবার হয়ে একটু
মনের কথা জানতে চেয়েছি এইমাত্র।
তর্জনী পাকিয়ে কে যেন বলে উঠলো -
নামের মোহটি ত আছে মশাই
তাই নিয়ম ত মানতেই হবে।
চাঁদ
একটা হলুদ চাঁদ যখন অন্ধকারে ঘাড়ের ওপর ঝাঁপিয়ে পড়লো
তখন বেসামাল হয়ে
হাঁটু মুচড়ে পড়ে গেলাম।
জোনাকিরা তখন ফিক ফিক করে
জ্বলছে নিভছে
দিপ দিপ করে রাত্রি বারোটার পরের
সিগনালের মত , যেন রাস্তার মোড়ের
বিজলী বাতি টা।
গা মুচড়িয়ে উঠে দেখি
চাঁদ কখন আবার আকাশে ফিরে গিয়ে
মেঘের ওড়না গায়ে জড়িয়ে
চন্দ্রমা ছড়িয়ে দিচ্ছে।
সামলে উঠলাম ভাবাবেগ।
নানা মুনি
নানা মুনির নানা মত থাকেই
আর মুনিদের সন্তুষ্ট করে চলতেই হয়।
সন্তুষ্টির নানা রকম ধরন
কোনটা লাল কোনটা সাদা
কোন কোনটা কি রং তাই নিয়ে বিস্তর
কাঁটা ছেড়া তর্কাতর্কি চলতেই থাকে।
এখন তো আবার সবুজ রঙেরই কত রকম রূপ
ফিকে সবুজ হালকা সবুজ গাঢ় সবুজ
নীল মেশানো সবুজ হলুদ মেশানো সবুজ
আরো কত কি শুনতে শুনতে জানতে জানতে
এক জীবনেও শেখা হয়ে যাবে না।
কি
করি তাই ভেবে একটু মুনি হবার চেষ্টা করে কি ধমকানি, ময়ূর পুচ্ছ
দাঁড়কাকের মত অবস্থা, তাই আবার নিজের চরকায় তেল দিতে বসে দেখি , কে বা
কারা চরকা টা ভেঙ্গে রেখে দিয়েছে।
কি করি এখন আপনি বলতে পারেন ?
=====================
সুশান্ত সেন
৩২বি , শরৎ বসু রোড
কলিকাতা ৭০০০২০
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন