প্রচ্ছদ সম্পাদকীয় ও সূচিপত্র ।। ৮৬তম সংখ্যা ।। বৈশাখ ১৪৩২ এপ্রিল ২০২৫

সম্পাদকীয় সূচিপত্র
নারীত্ব
আজিকের বালিকা শিশু তুমি হে নারী,
তুমিই কারো ভগ্নি ,কারো কন্যা কারো বা জন্মদাত্রী।
তোমারই হৃদে অপার স্থেনের ভান্ডার সঞ্চিত ,
তোমার মমতা থেকে হয় না কেহ বঞ্চিত।।
তোমার চরিত্রে কখনো যেন না পড়ে কলঙ্কস্থান তোমার পবিত্র মানবের হৃদয় পালঙ্ক ।
যতই অশুভ শক্তি আসুক ধেয়েঐশরিক শক্তিতে প্রতিহত করিবে তুমি উচ্চ শক্তিতে সবার চেয়ে।এ আমার দৃয় বিশ্বাস -কখনো করোনি তুমি ভঙ্গ অঙ্গিকার।কোনদিন না যেন হয় তোমার হরন সতীত্ববেঁচে থাক নারী, নিয়ে তোমার নারীত্ব ।