প্রচ্ছদ সম্পাদকীয় ও সূচিপত্র ।। ৮৬তম সংখ্যা ।। বৈশাখ ১৪৩২ এপ্রিল ২০২৫

সম্পাদকীয় সূচিপত্র
তুমি
১.কত কষ্টের কষ্টিপাথরে খোদিত সে দিনগুলিতোমার অপার স্নেহ মমতা কেমনে যাই ভুলি।এই পৃথিবীর প্রকৃতির সাথে করালে পরিচয়আগলে রেখেছো স্নেহের আঁচলে দূরে শত বাধা ভয়।জননী আমার গর্ভধারিনী, ধন্য জন্মভূমি,তোমার কোলে জন্ম নিয়ে ধন্য হলাম আমি।তুমি মহামায়া, শত স্নেহ ছায়া, তুমি বহুরূপী,অশান্ত যখন বিশ্বভুবন তুমি এসো চুপি চুপি!২.জীবনের ভাষা পেয়েছি খুঁজে যেদিন এসেছ তুমিএকাকিত্ব ঘুচিয়ে আমায় ভাসালে মৌসুমী!অগোছালো জীবন গুছিয়ে কখন মগন সনাতনেপূর্ণতা পেল প্রাণ এলোমেলো সংসার সযতনে।অর্ধাঙ্গিনী জীবনে আমার অর্ধেক আকাশসুখে-অসুখে,সময়-অসময়ে, দহনে দুরন্ত বাতাস।কী রূপ রতন পোড়ে প্রাণমন আজীবন বুঝি,কোন সুখে সারা জেগে ওঠে পাড়া পাই না আজও খুঁজি!!****************************************
কানন এপার্টমেন্টগড়িয়া স্টেশন রোডগড়িয়া কলকাতা-৮৪ফোন নং-৯৩৩০৩০৭৬৫২তাং- ০৩/০৩/২০২০