প্রেমের কবিতা
পৃথিবীর বস্তু-বাদ আর প্রেম মিশছে যেখানে,,
সেখানেই ডুব দিয়ে খুঁজছি নিরন্তর,
যেখানে অসুখ আর আয়ুধ এক ঘরসংসার
আমি খুঁজে ফিরি নিজেরই ছায়াশরীর,
সকাল সকাল সবুজ বনে পাখিটা কাকে ডাকছে
মেঘ-হীন আকাশে মেঘের পালক উড়িয়ে!
দিঘির কালো জল পূর্ণিমার চাঁদকে করছে অসীম
পানকৌড়ি ব্যস্ত তার ডুবুরীর কাজে,
জাহাজের আস্তিনে নুন আর স্মৃতির আখর
মনখারপের মেঘকে করছে ধূসর,,
হিরণ্য আঁচল উড়িয়ে ডাকছে আমায়,যুবতীই
ভেসে যেতে পারি, কবিতায় অনেক লিখেছি ।
=============
সঞ্জীব সেন
পানিহাটী গৌরাঙ্গ ঘাট রোড
কলকাতা114
7980188285