জেগে ওঠো নারী
হে নারী তুমি কখনও কন্যা, কখনও অর্ধাঙ্গিনী,
কখনও বা মমতাময়ী 'মা' আবার কখনও বা শত কষ্টের জননী।
নারী, তুমি আর কতকাল সহ্য করবে পুরুষের অনবিরত শোষণ,
লাঞ্জনা - বঞ্চনা, ক্রোধ আর ধর্ষণ ;
সেই শৈশব - কৈশোর পার করেছো আপন পিতৃলয়ে,
বিয়ের পর সব ছেড়ে হয়েছো আজ পুরোপুরি অসহায়।
আর চিরনিদ্রায় মগ্ন নয়, জেগে ওঠো তোমরা ;
সময় এসেছে আজ.... জাগ্রত হতে হবে তোমাদের-ই।
তোমাদের মধ্যে আছে নিগূঢ় শক্তি, অগ্নির দাবানলের মতন জ্বালাও
সত্ত্বাকে, ভেঙ্গে শোষণের শিকল।
খুলে দাও আজ খুলে দাও শয়তানের মুখোশ,
যারা করেছে তোমাদের ধর্ষণ, সস্তার বাজারের ভোগের পণ্য,
খুঁজে নাও আজ তাঁদের তন্ন তন্ন করে, বন্দী করো বন্দীশালায়।
যারা এখনো হয়ে আছে অসহায়, সঙ্গী করে নাও তাদের,
হে নারী, জেগে ওঠো, জেগে ওঠো.... মুক্তির পথে আর থাকবে না কোনো
অন্যায় - অবিচার, ধর্ষণ - ধর্ষিতা,
হৃদয়ে জ্বালাও দাবানল, তোমাদের শক্তিতে-ই সব হবে জয়জয়কার।
তাইতো বলি, হাতে হাত রেখে এগিয়ে যেতে হবে সম্মুখে,
তবেই পাবে আত্মমর্যদার অধিকার, জানাই সকল নারীকে।
===============
Name : Subhankar Das
Address : vill + p.o - Bainan, p.s - Bagnan, Dist - Howrah, pin code - 711303
Mb : 8515883059