Featured Post

প্রচ্ছদ সম্পাদকীয় ও সূচিপত্র ।। ৮৬তম সংখ্যা ।। বৈশাখ ১৪৩২ এপ্রিল ২০২৫

ছবি
সম্পাদকীয়  সূচিপত্র

কবিতা : রণবীর বন্দ্যোপাধ্যায়



ফিরিয়ে দাও !!




রজনীগন্ধার গন্ধ মদির ,
গোলাপের পাপড়ি শয্য্যায়
আর সানাইয়ের সুর ;
এসেছিলাম মালা গলায় ।।

দুরুদুরু বুকে এসেছিলাম
স্বপ্ন নিয়ে তোমার ঘরে
রেখেছিলাম মাথা সেদিন ;
তোমার বুকের পরে ।।

পলে পলে তখন থেকে
তোমারই হয়েছি আমি ;
দিয়েছি প্রেম আমার ,
আর আর হারিয়েছি আমি ।।

চোখে রেখে চোখ আর -
ধরে শুধু তোমারই হাত ,
কেটে গেলো সময়
বহুদিন আর রঙিন রাত ।।

সহসা রঙ ফিকে হলো -
এলো এক অন্ধকারের রাত ;
আর এক হাতের খোঁজে ,
ছাড়লো যে তোমার হাত ।।

সেই গাঢ় অন্ধকারে রাতে -
বলেছিলে যাও ফিরে যাও ,
নয়তো মরো তুমি আপদ ;
বলেছিলে যাও , দূর হয়ে যাও ।।

তখন রজনীগন্ধা শুকনো হলুদ -
গোলাপ পাপড়ি বর্ণহীন ;
অস্তিত্বের সংকটে অনিশ্চয়তায় ,
সত্তা আমার রক্তহীন ।।

ফিরে আমি যাবো ,
দিচ্ছি কথা তোমায় ,
যদি পারো ফিরিয়ে দিতে
সেই সেই আমায় ।।









জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

প্রচ্ছদ।। ৮৩তম সংখ্যা ।। মাঘ ১৪৩১ জানুয়ারি ২০২৫ ।। প্রচ্ছদ ও সূচিপত্র

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮৪তম সংখ্যা ।। ফাল্গুন ১৪৩১ ফেব্রুয়ারি ২০২৫

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল