আজ মেয়েরা
আজ মেয়েরা যেমন রকম স্কুল কলেজে পড়ায়,
তেমন আবার হেঁসেলেতে রান্না তারা চড়ায়।
আজ মেয়েরা সাহস নিয়ে দেয় মহাকাশ পাড়ি,
আজ মেয়েরা টোটো চালায়, চালায় রেলের গাড়ি।
সৈন্য হয়ে মেয়েরা আজ দেশের তরে লড়ে,
জন্ম দিয়ে শিশুকেও লালন পালন করে।
উৎসবে যে সেজে পেটে ফুল গুঁজে নেয় খোপায়,
সেই মেয়েটাই চাষের খেতে কোদালটাও কোপায়।
মেয়েরা কেউ হচ্ছে গায়ক কেউবা আবার বাদক,
কেউ বা আবার তাক লাগিয়ে আনছে জয়ের পদক।
মেয়েরা আজ বিমান চেপে রকেট চেপে উড়ুক,
নারীকে যে তুচ্ছ করে মুখখানা তার পুড়ুক।
==============
সুমন নস্কর।। বনসুন্দরিয়া।। দঃ ২৪ পরগনা