প্রতিবাদী নারী
একবিংশ শতাব্দীর নারী আমি
পর্দানসীন প্রথার খোলস ছাড়িয়ে
জ্বালা, যন্ত্রণার চড়াই উৎরাই পথ পেরিয়ে
আমি মুক্তকণ্ঠের প্রতিবাদী এক নারী ।
কেটেছে অনেক রাত নাচঘর মজলিসে
ভরে গেছে হারেমের বুকভরা কান্নায়
পুরুষ নৈবেদ্যের পুতুল হয়ে
আর কত পথ চলা
জেগে জেগে স্বপনের মায়াজাল বোনা ।
নারী আমি কমলেকামিনী
ভালবাসার উচ্ছ্বাসে, প্রেমের গভীর উষ্ণতায়
আমি তুলতুলে ননীর পুতুল
হয়ে যাই তিলোতমা মেনকা ঊর্বশী ;
বেশী ঘাঁটিলেই হই অসুরদলনী
প্রবঞ্ছনা, লাঞ্ছনা , গ্লানিকে দমন করে
হয়ে যাই দৃপ্তকণ্ঠের অধিকারিনী ।
চারিদিকে চলছে নারী প্রতিবাদী দিবস
নারী- পুরুষের সাম্যতা ফিরিয়ে
মেয়েরা প্রমাণ করেছে তার ক্ষমতা
ভেদাভেদ সব কিছু ভুলে নারী আজ
গেয়ে যায় সাম্যবাদের গান ।
====================================
প্রেরক- প্রদীপ কুমার সামন্ত / সম্পাদক- দীপশিখা/ উমেদ পুর ,
পোষ্ট - চাউল খোলা, জেলা- দঃ 24 পরগণা , পিন্ -743377
কথা- 9830908258