Featured Post
কবিতা ।। আহ্বান ।। গৌর মোহন ঘোষ
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
আহ্বান
গৌর মোহন ঘোষ
হইলে উদয় ভারতগগনে ধুমকেতু সমান,
হে মহানায়ক, মহাবীর।
মূহুর্তে তুলিয়া শির জিতে নিলে প্রাণ
সহস্র কোটি বাঙালির।
তেমনই হঠাৎ চলে গেলে ছেড়ে,
নিভিল জীবনবাতি,
ভারতবাসী আজও কেঁদে ফেরে
খুঁজিয়া দিবস রাতি।
তুমি না চেয়েছিলে মোদের রক্ত?
দেবে বলেছিলে স্বাধীনতা,
সবই কি গিয়েছো ভুলে,ওহে নচিকেতা?
ভারতবর্ষ ব্রিটিশমুক্ত, নয়কো তবু স্বাধীন,
ভারতবাসী রয়েছে আজও পাশবশক্তির অধীন।
দেখিছো কি চক্ষু মেলে তোমার সাধের ভারত
রক্তবসনা,রোগ জীর্ণা তোমার স্বপ্নের ভারত।
রক্তমাখা ছুরিকা হাতে যারা চিরিল বুক
তোমার জননীর,সব দেখিয়াও আড়ালে ঢাকিছ মুখ?
আজও চারিদিকে মুমুর্ষু মানুষের বুকফাটা হাহাকার,
আজও বাটিহাতে ফুটপাতে ফেরে জোটেনা তবু আহার।
বিনিদ্র রাতে শিহরিয়া ওঠে এখনো ভারতবাসী,
এখনি করিবে বুক ঝাঁঝরা তীব্র বুলেট আসি।
সিংহাসন নিয়ে ওরা ফুটবল খেলে
চেয়ে দেখে না কভু নীচে,
(ওরা) মেহনতি মানুষের রক্তে প্রতিপত্তি বাড়ায়
'সাজেসন' যা দেয় সব মিছে।
জীর্ণপথের প্রান্তে বসে আঁকিতেছি তব ছবি,
আমি এক হতভাগা,নহি আমি কবি।
কাঁচা হাতের বাঁকা বর্ণে করি তোমায় আহ্বান
ওঠো বন্ধু,জাগো বীর, আর নয় অভিমান।
বজ্রহস্তে ত্রিবর্ণ পতাকা করয়ে উড্ডিন,
হে নেতাজি, তুমিই পারো রুখিতে এ দুর্দিন।
-------------
@ গৌর মোহন ঘোষ
খামারগাছি,বলাগড়, হুগলি
মোবাইল: ৭৬৯৯৬৩৪২৬৫
মেইল: gourmohanghosh66@gmail.com
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন