প্রচ্ছদ সম্পাদকীয় ও সূচিপত্র ।। ৮৬তম সংখ্যা ।। বৈশাখ ১৪৩২ এপ্রিল ২০২৫

সম্পাদকীয় সূচিপত্র
কবিতা আমার হেঁটে যায় রাতের গভীর অন্ধকারে !
নিঃস্তব্ধতা খানখান আচমকা পেঁচার ডাকে -
নিদ্রাচ্ছন্ন সুখী মানুষ , জীবনের পূর্ণতা সাথে নিয়ে ;
শ্রাবণধারায় ভেজে গাছগুলো, পাখীরা কেঁপে ওঠে ;
কবিতা নিয়ে সঙ্গী হয় অব্যক্ত কথা গুলো শুধু -
আর সঙ্গী আমার অনাহার , তীব্র বুকের যন্ত্রণা !!
কবিতা লিখে যাই আমি একা কালো অন্ধকারে -
নিস্তব্ধতা রাতের খানখান , ক্ষুধার্ত শিশুর কান্নায় !
এখন নিদ্রাচ্ছন্ন সুখী মানুষ তৃপ্ত শরীরটা নিয়ে ;
কবিতা থমকে দাঁড়ায় , শ্রাবণধারা অবিরাম জননীর
গলিতে অলিতে অভিসার প্রেতাত্মার আর অট্টহাসি!
তোমরা কি শুনতে পাও জীবনের পায়ের শব্দ ?
অবিরাম পথ চলা কবিতার অনাহার , যন্ত্রণা নিয়ে -
অন্ধকারের ভিতর দিয়ে ভোরের আলোর খোঁজে !!
================
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন