জীবন
মানস চক্রবর্ত্তী
মৃত্যুকে আমি ভয় পাই না অথবা জীবনকে আমি ভালোবাসি - একথা বলার সাহস সকলের থাকে না | মানুষ যা নিয়ে বাঁচে তা তাঁর নিজস্বতা | মদ-মাংস-নারী-চরম বিলাসিতা অথবা এক বুক নক্ষত্র আকাশের নীচে নিঃসঙ্গ শুয়ে থাকাও তাঁকে শান্তি দেয় | জীবিতরা বেঁচে থাকে , না মৃতেরা মরে না ? এটা কি কোনো দার্শনিক প্রশ্ন ? না | নিজেকে প্রশ্ন করার মৌলিক অধিকার | লোকের প্রশংসায় বেঁচে , বেঁচে থাকা , সত্যিকারের বাঁচা ? অথবা প্রশংসার সঙ্গে দ্বন্দ্ব যুদ্ধ করে স্বগর্বে ঘোষণা করা - আমি তোমাদের শ্রমের উপর আমার ইমারত গড়ে তুলেছি | তার প্রত্যেকটা কক্ষে রমণীয় রমণীয়তা আছে , সমর্থ যুবতী আছে , আর যা কিছু এর সঙ্গে সম্পৃক্ত তা সবই আছে |
জীবনকে সংগম করে প্রতি পরখে পরখে বেঁচে থাকা - একে দর্শন , বিজ্ঞান , নৈতিকতা অস্বীকার করতে পারে ? নীতিবোধ আর রসবোধ এক জিনিস নয় | নীতিবোধ দিয়ে মানুষের কাছে ভালো থাকা যায় | আর রসবোধ দিয়ে জীবনকে উপভোগ করা যায় | কবির ভাষায় : "একটুকু ছোঁয়া লাগে ...|" সেই ছোঁয়ার রসবোধ নিয়ে যে জীবনকে মূল্যায়ণ করে তাঁকে শুধুমাত্র নৈতিকতা দিয়ে , যুক্তি দিয়ে, দর্শন দিয়ে ক্ষমাহীন নিষ্ঠুরতার সামনে দাঁড় করিয়ে দেবে ? যুক্তি দিয়ে জীবনকে ব্যাখ্যা করা যায় না | যেখানে রসবোধ নেই , অনুভূতি নেই , চেয়ে না পাওয়ার দুঃখ নেই ; সেখানে মানুষের আঁধারে মানুষ থাকে না , যদিবা মানুষ থাকে জীবন থাকে না , যদিবা জীবন থাকে অনুভূতি থাকে না | বেঁচে থাকাটা মরে যায় | মৃত মানুষ নিজেকে প্রশ্ন করে না , অরণ্যে যায় না , মনে মনে ফাল্গুন রচনা করে না | মৃত মানুষ নিজেকে পায় না |
--------------------------------------------------------------
মানস চক্রবর্ত্তী
সাহাপুর , নিকুঞ্জপুর , বাঁকুড়া
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন