Featured Post

প্রচ্ছদ সম্পাদকীয় ও সূচিপত্র ।। ৮৬তম সংখ্যা ।। বৈশাখ ১৪৩২ এপ্রিল ২০২৫

 সূচিপত্র

কবিতা ।। দু হাজার কুড়ি ।। রাণা চ্যাটার্জী

               


 
কিছুই বলার নেই তোমাকে দু হাজার কুড়ি...
এভাবে সারা বছর ধরেই ধংসের দিকে একটু একটু করে পা ফেলে,
এগিয়েই চললাম আর এক  নতুন অর্থবর্ষ শুরুর দিকে।
 বিশ্বজুড়ে ভেসে উঠলো পরিস্কার অধঃপতনের চিত্র,
 আগামীর পূর্বাভাস! ঔদ্ধত্বের অসহায় আত্ম সমর্পন!

বাড়ির সামনে মাথা উঁচু ঋজু বলিষ্ঠ মেহগনী গাছ
     হাওয়ার তীব্র দাপটে মরাৎ করে ভেঙে পড়লো,
হারিয়ে ফেললাম চিরতরে এমনই কিছু মহীরুহ নক্ষত্রকে!
এ যেন নিজেদের বিসর্জনের দামামা শুনছিলাম,হ্যাঁ এখনো শুনছি পতনের শব্দ!

দরজা জানলায় ঝড়ো হাওয়ার ভ্রূকুটি সগর্বে বলছিল  "দেখ ক্যামন লাগে,আমি আমফান এভাবেই আসবো বছর বছর ধংসের ইঙ্গিত বাহী হয়ে আধুনিক মনস্কতার ধ্বজা ওড়ানোদের চ্যালেঞ্জ ছুঁড়তে!"

বড্ড বেড়ে ছিলাম,উন্নতির চরম শিখরে এতটাই যে,
   বীরদর্পে তছনছ করে গেছি প্রাকৃতিক সম্পদ!
টাকার ফুৎকারে নিয়মভাঙা তো নিত্য কুঅভ্যাস।

মুখে প্লাস্টিক বর্জনের বিজ্ঞ বাতেলায় দেশনেতা,
      সব নিয়ম মানার তাগিদ কি কেবল গরীব        
                       জনতা সবজি,ফুল বিক্রেতাদের!
ফাইন আদায়ে রক্ত চক্ষু রাষ্ট্রযন্ত্রই আবার নমনীয়,
                             রাঘব বোয়ালদের রক্ষাকারী!
দেশীয় ব্যাংকের টাকা ফাঁক করে বিদেশে শহর          
    দত্তক নিয়ে সেরা মহানুভব সাজার প্রচেষ্টা 
আর আমরা ঘুম চোখ খুলে পেপারে হেডলাইন পড়ি গ্যাসের দাম পেঁয়াজের দাম তেলের দাম বাড়লো,
কমলো মানুষের মূল্যবোধ,সৌজন্য ভদ্রতা!

  মাল্টি ন্যাশনাল কোম্পানীদের ফাস্ট ফুড, চিপস,বিস্কুট নানা পণ্যের প্লাস্টিক প্যাকেজিংয়ে  দেদার ছাড়!
প্লাস্টিক দানবের উন্মত্ততায় এমনই তো হওয়ার ছিল কোনঠাসা এ ইঁটপাথর জঙ্গল পুর্ণ পৃথিবীর,
লাগাতার দূষণ,নিয়মহীন  সবুজ ধংসের খেসারত।

সঠিক পূর্বাভাসে যখন সাইক্লোন অভিমুখ জেনে ক্ষয় ক্ষতির পরিমান কমানোর চেষ্টা তখনো মারণ রোগের গতানুগতিক ছোবলে আজও আক্রান্ত ও মৃত্যু সংখ্যা আগের দিনকে চ্যালেঞ্জ ছুঁড়ে ফুঁসছে।

আমরা তো কেবল ভেবেই শিউরে উঠেছি ঝড়ের গতি প্রকৃতিতে,তীব্র বর্ষণে জানলা    
    দরজা বন্ধ করে মেপেছি ক্ষয় ক্ষতির পরিমান,
আর কতজন খোলাআকাশের নিচে অসহায় যাপন!
পেটের সন্তান হারিয়ে পাগলিনী মায়ের ক্রন্দন ধ্বনি শুনেও বিজ্ঞ বাতেলায় চোখ রেখেছি
ঘন্টা খানেক বিশেষজ্ঞদের টিভিতে মুরগি লড়াইয়ে!
ভেঙে পড়েছে ভারী গাছ,ব্রীজ,রাস্তা ঘাট, বস্তি
   ওলট পালট চতুর্দিক! ধংসের বিভীষিকা!
মারণ রোগের দাপট কেড়ে নিয়েছে অসংখ্য মানুষের রুটি রুজি,অক্লান্ত পরিযায়ীরা আর কত ভয়াবহতার সম্মুখীন হবে জানিনা তবু রাজনীতি    
              না হোক,না হোক দোষারোপের বন্যা।

এখনো এসেই চলেছে মৃত্যুর নিত্য নতুন রেকর্ড,ধামা চাপার খেলা, ভ্যাকসিন আসবে, কারা পাবে তার চলছে হিসাব রাজনীতির ফায়দা তোলার গোপন খেলা!
একের পর এক দেশ টপকে ভারত এগিয়ে যাচ্ছে,
ক্ষত বিক্ষত হয়ে তবুও হার না মানা আত্ম বিশ্বাস, যেন বোম আনারস খেয়ে হাতির বাঁচতে চাওয়ার 
                                অদম্য ইচ্ছায় জলে ঝাঁপ।

বাঁচেনি হস্তী শাবক তবু আমরা জিতবই দেখো,     
     প্রতিবেশী চীন পাকিস্থানের লাল চোখ খুঁচিয়ে,
ধেয়ে আসা কটূক্তি,গ্রহাণু পুঞ্জ থেকে সুরক্ষিত হয়ে প্রমান করবোই আমার দেশ জিততে জানে।
যতই চরম অস্থিরতার দিনকাল নিয়ে হাজির হও
                     তুমি নতুন বছর দু হাজার কুড়ি সগর্বে গাইবো উই স্যাল ওভার কাম, জীবনের জয়গান।




 

মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

প্রচ্ছদ।। ৮৩তম সংখ্যা ।। মাঘ ১৪৩১ জানুয়ারি ২০২৫ ।। প্রচ্ছদ ও সূচিপত্র

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮৪তম সংখ্যা ।। ফাল্গুন ১৪৩১ ফেব্রুয়ারি ২০২৫

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল