বিষ্ণুপ্রিয়ার মতো
শ্রাবন্তী সামন্ত
একটা জীবন যদি তোমাতে উৎসর্গ করতে না পারলাম, তবে কেমন করে তোমায় বসাই বলো- মনের ঘরে আসন পেতে!
আমার যা কিছু, সেতো তোমাতেই বিলীন হয়েছে কবেই!
হলুদ পাখির ঠোঁটে লেগে থাকা পুষ্পরেণু মিলনের দ্বারে...
-- তুমিই তো সাক্ষী হয়েছো বারংবার!
আমার আজানুকেশ, কস্তুরী মৃগ ঘ্রাণ!,
-- আমার বিরহ!, অভিমান!...
সেতো শুধু তোমাকেই ছুঁতে চায়!
আমি শকুন্তলা হতে চাইনি কখনো!
বিরহিনী, কলঙ্কিনী- রাধাও না! ,
জনম দুঃখিনী সীতাও না! ,
যদি বলো- মীরা?,
কৃষ্ণ প্রেমে পাগলিনী...
না! তাও না! ।
আমি শুধু বিষ্ণুপ্রিয়ার মতো তোমাকে ভালোবেসে, তোমার ধ্যানে-
তোমার পদযুগল বুকে জড়িয়ে ভালোবেসে যাব!
ভালোবেসে যাব- আজীবন তোমার এই অগোছালো- এলোমেলো- তুমিকে!
আমি বিষ্ণুপ্রিয়ার মতো ভালোবেসে যাব!
----------------
শ্রাবন্তী সামন্ত
ঠিকানা- তারকেশ্বর , হুগলী
ফোন নম্বর - 6294984561
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন