সময় ক্যানভাস-৬
তারক মজুমদার
কত দূরত্ব বাড়াবে আর
সময় সংক্ষিপ্ত , তুমি অন্ধ
বার বার সেই পরিচিত চিত্রনাট্য
কৌশলে শুধু প্রচারের আলোয়---
তারপর বাক বিতন্ডা ----কুবাক্য ।
কি শুরু করেছো তুমি এখন
ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি --- দুঃ সময়।
ভালো জিনিষ দ্রুত হারায়
চেনা পথে চেনা বাঁকে,
তবু অট্ট হাসিতে তুমি পাগল পাড়া।
অস্হিরতায় প্রহর গুনছে পাখি
সে জানে না কাল সূর্য উঠবে কিনা
শুধু কৃত্রিম হাঁসি এঁকে নিয়ে মুখে
যন্ত্রণা আর কষ্টে প্রহর গোনে দুঃখে---।
--------------
From-DR.TARAK MAJUMDAR.
EDITOR-SAHITYA DARPAN PATRIKA
2DURGA NAGAR.KANKINARA. P.O. -MADRAL. 24PGS(N).743126.
M-9339773624
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন