খসেছে পালক নাকি ভীরু তুমি
সময়ের প্রতীক্ষায়
এ নদীর জল জানো সদা ছল ছল
মিশে যাবে ঠিক ছলনায়...
তোমার উদবাস্তু মন
ডানার পালক এখনো রঙিন
লড়াইয়ে এসেছে কারা দেখো
ক্ষুধার্ত ভূমিহীন ...
কি দেবে বলে যাও সময়
আদরের অছিলায়
তোমাকে অনেক দিয়েছি
সেবারে মোহানায়...
কেন আজ কেঁপে ওঠো
হাল্কা হাওয়ায় তিরতির?
উড়তে শিখেছো তুমি
হাওয়ার শরীর...
তবু কেন থমকে দাঁড়ালে
আছে পিছুটান?
কাৎ হওয়া নৌকায় ঘুরপাক
মাঝির আহবান।
----------
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন