ছেলেবেলায় ছিলে বিলে
বড় হলে নরেন্দ্রনাথ
কোনদিনই মানো নি যে
কেউ উঁচু বা কেউ নীচু জাত ।
কামার কুমোর মুচি মেথর
সবাই আপন ভাই সকলে
সব মানুষকে সমান ভাবে
ভালোবাসতে খুব সরলে ।
জীবের মাঝে শিব খুঁজে পান
জীব যে জীবন্ত ভগবান
আর্তের সেবা করে যান তাই
করে নরে নারায়ন জ্ঞান ।
হিন্দু ধর্মের ভাবের ধারা
ধর্ম মহাসম্মেলনে
সহজ ভাবে ব্যাখ্যা করে
রইলে বিশ্ববাসীর মনে ।
নিরন্নরেই অন্নদাতা
তুমি যে সচ্চিদানন্দ
চির ভাস্বর যুগপুরুষ
স্বামীজি - বিবেকানন্দ ।
----------
খগপতি বন্দ্যোপাধ্যায়
মালঞ্চ, কবরডাঙ্গা
বাঁকুড়া
যোগাযোগ : ৯৪৩৪৩০৫৬২১
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন