বিবেকানন্দ
সুমন নস্কর
দেশ ও বিদেশে ভক্তি মার্গে স্নেহ প্রেম প্রীতি দিলে,
বিবেক কিরণে হয়েছে মহান সকলের সাথে মিলে।
মুচি ও মেথর অজ্ঞ মূর্খ তোমার পরশে সবে,
যারা ছিল মূক ভয়ে জড়সড় জেগেছিল কলরবে।
নতুন ভারত জেগেছে সেদিন চাষার লাঙল ফুঁড়ে,
পরাধীনতার শিকল ভাঙতে দাঁড়ালো সবাই ঘুরে।
তরুণ যুবক তোমার বাণীতে উঠেছিল সবে জেগে,
কত শিষ্যের হল আগমন তোমার পরশ মেগে।
সনাতনগামি নিবেদিতা এলো আধ্যাত্মের পথে,
বিশ্বকে তাক লাগিয়েছো তুমি তোমার আদর্শ মতে।
বিবেকের গুণে বিবেকানন্দ একদা ছোট্টো বিলে,
উচ্চ নিচের ভেদাভেদ বাধা তুমিই ঘুঁচিয়ে দিলে।
------------
সুমন নস্কর ।। বনসুন্দরিয়া ।। দক্ষিণ চব্বিশ পরগনা
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন