সেই দিন
বদ্রীনাথ পাল
বাঘ বলে "খাবো নাকো আর হাড়- মাস,
পেট-টা ভরিয়ে নেবো খেয়ে শুধু ঘাস।"
সিংহ-টা বলে ওঠে নাড়িয়ে কেশর-
"বন ছেড়ে ভাড়া নেব শহরেতে ঘর।"
পুষিটার ইঁদুরেতে রুচি নেই আর,
সে ও বলে,-"ত্যাগ করে যাবো সংসার''।
ডালে বসে একা একা ভাবে হনুমান-
'বাঁদরামি ছেড়ে দেবো করে স্নান-দান'।
এই নিয়ে সেইদিন বন তোলপাড়-
কেউ হাসে,কেউ কেঁদে করে হাহাকার !
সেই গোলে ঘুম ভেঙে গেলো ভাই যেই-
চেয়ে দেখি শুয়ে আছি ছেঁড়া খাটেতেই।
--------------------------------------
বদ্রীনাথ পাল
বাবিরডি, পোষ্ট-গৌরাংডি, জেলা-পুরুলিয়া
৭২৩১২১, ফোন-৮১৫৯০৭৬৫৪৮
--------------------------------------------------------------
'
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন