প্রাণের পুরুষ
প্রদীপ কুমার সামন্ত
প্রাণের পুরুষ রামকৃষ্ণ
ভক্তি শ্রদ্ধায় ভরা
আধ্যাতিকতায় জীবন ভরা
সহজ সরল মিঠিকড়া ।
প্রাণের পুরুষ, গানের পুরুষ
হৃদমাঝারে দেয় দেয় যে উঁকি
রবির আলোয় সাহিত্যবোধ
সঙ্গী করে হই যে সুখি ।
বিবেক বাণী হৃদয় ভরে
স্বামীজির কথা স্মরণ করি
নবচেতনা, সংস্কারের কথা
আজীবন আমরা বক্ষে ধরি ।
নারীর পুরুষ পতিদেবতা
ভক্তি শ্রদ্ধার আসন পাতা
শয়নে স্বপনে শাসনে বারনে
তাদের গল্পে হৃদয় গাঁথা ।
উদার পুরুষ , মহান পুরুষ
মানব হৃদে যুগ যুগ জিও
তাদের স্নেহ ভক্তি শ্রদ্ধা
সবার হৃদয় ভরিয়ে দিও ।
=====================
প্রেরক- প্রদীপ কুমার সামন্ত / সম্পাদক- দীপশিখা / উমেদ পুর , পোষ্ট - চাউলখোলা, দঃ ২৪ পরগণা, কথা- 9830908258
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন