শেষ পেরেক
জয়ন্ত হালদার
*******************
কথা রাখোনি কিন্তু আমি কথা রেখেছি
যদিও জানতাম তুমি কথা রাখবে না
তাই আজ কফিনের শেষ পেরেকটা পুঁতে দিলাম
পৃথিবীর সমস্ত সুখ আমি তোমার পায়ের কাছে ঢেলে দিতে
কিন্তু কিছু দুঃখ দিতে পারবো
যেটা আগে কখনও পাওনি
হিসেব মিলিয়ে দেখো
সেখানে তোমার পাওনা গন্ডা অনেক
বেশী
অথচ আমার ভাগে শূন্য
বালি ঝড়ে যে ক্ষতি হয়েছে তোমার
কিছু বৃক্ষরোপন করে গেলাম
আবার সজীব হবে
কোনো অন্ধকার রাতে।
---------------------
জয়ন্ত হালদার
বারুইপুর
দঃ২৪পরগনা
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন