
নতুন আলো
সুদীপ ঘোষ
উড়ছে নিশান ওই আকাশে
তিরঙ্গা তার আলো
শিকল ভাঙার দিন এসেছে
মনের আগুন জ্বালো !
স্বজন হারা স্বদেশ আমার
আসবে আবার ফিরে
জাতি ধর্ম নির্বিশেষে
জোট বেঁধেছে ওরে...
সম্মুখে ওই দিগন্ত মাঠ
করতে হবে পার -
ভারত ছাড়ো ডাক উঠেছে
এবার খোলো দ্বার ।
মাতৃধূলি মাথায় ঠেকাই
মাতুক মাটির ঘ্রাণে !
নতুন মন্ত্রে জেগে উঠুক
বন্দেমাতরম গানে ।
""""""'''''''''''''''''''
সুদীপ ঘোষ
মহেশতলা, কলকাতা
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন