
পতাকা
অর্পিতা ঘোষ পালিত
ভোর থেকে সাজো সাজো রব, 'সাড়ে জাহাসে আচ্ছা'। মাইকে বাজছে চারিদিকে,
ব্রাত্যের তালিকাতে থাকা ছেলেটির, এঁটো কাঁপগুলো ধুতে গিয়ে মেঝেতে পড়লো ফসকে।
সপাটে গালে চড়…, ভাঙলিতো একটা, মন থাকে কোথায়? আজ পাবিনা খেতে।
শিরদাঁড়া-হীনের দুচোখে লবন-হ্রদ। আর হবেনা বাবু – আজ অনুষ্ঠান পাশের শিবিরে,
পতাকা তুলবে, তাড়াতাড়ি করছিলাম তাই। ছোট ভাইটা কতদিন খায়নি পেট ভরে।
ওরা স্বাধীনতা বোঝেনা, জীবনে নেই কোনো উৎসব। কাজ শেষে দৌঁড়ায় অভিমুখে,
ওদের পেটে শুধু খিদের আগুন জ্বলে, ভাতের চিন্তাই আগলে রাখে কল্পনাতে।
এক দাদা ভালোবেসে দিয়েছে দু-প্যাকেট, সাথে পতাকা। চোখে আলোক গুচ্ছ চমকায়,
অনুসরণ করে দু ভাই, তেরঙ্গা বাঁধে লাঠির ডগায়, ফুল ছড়িয়ে দ্যায়।
স্বপ্নের ফেরিওয়ালা বুঝি আসে – প্রাণের স্পন্দনে ধুকপুক… স্যালুট জানাই অজ্ঞানে,
বন্দে মাতরম, জয়-হিন্দ। দুঃখ এড়িয়ে সূর্য দেখা দ্যায়, রোদ আসে উঠোনে।
________________________
Arpita Ghosh Palit
9/30 -A, Netaji Nagar,
(Near Polish station, Badhano pukur)
Kolkata - 700092
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন