
প্রলয়
হামিদুল ইসলাম
খুব সহজেই পেরিয়ে যাই অতলান্ত ভূবন
কথার জমিনে গেঁথে রাখি স্বপ্ন
দুচোখে মায়া
ঘুমঘোর
আজও নীরব ছায়া হয়ে দাঁড়িয়ে থাকে পথের ঈশ্বর ।।
সেজে ওঠে চৌরঙ্গী
শাওণে ভেসে যায় রাত
তবু বৃষ্টি নেই কতোদিন হৃদয়ের আঙিনায়
খাঁ খাঁ শূন্য মাঠ ।।
কথা দিয়ে আঁকি কথার বসত
সব কথা হয়ে ওঠে নিষ্ফল আবেদন
সব কথা হয়ে ওঠে উদাস
দলিত সময়ের বুক চিরে বেরিয়ে আসে ঝড়ের সংকেত ।।
ঝড় ঝড় কথা
ঝড় ঝড় যুদ্ধের বার্তা
ঝড়ের বুকে প্রলয় আঁকে নিরন্ন মানুষের কান্না ।।
------------------------------------------------------------------------
হামিদুল ইসলাম
গ্রাম +পোষ্ট = কুমারগঞ্জ।
জেলা =দক্ষিণ দিনাজপুর।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন