
স্বাধীনতা দিবস
কাকলী পাল
বঙ্গমাতাকে ভালোবেসে প্রনাম জানাই,
নেতাজি সুভাষচন্দ্র বোস সহ,
সমস্ত বিপ্লবীদের ,
যারা নিজেদের প্রানতুচ্ছ করে,
ব্রিটিশ দের বিরুদ্ধে যুদ্ধ করে,
এনেছেন ভারতবর্ষের স্বাধীনতা।
যদি ও আমাদের কাছে অজানা,
নেতাজি সুভাষচন্দ্র বোসের মৃত্যু,
জয় হিন্দ! বলে সেলাম জানিয়ে,
কোথায় আছো ভগবান তুমি,
ফিরে এসো আমাদের কাছে।
আজ আমাদের মূল মন্ত্র হবে,
সদা সত্য পথে চলবো,
সত্য কথা বলবো,
জাতিভেদ চাইবো না,
দেশমাতাকে করবো সেবা।
মানুষ হিসাবে হবে গর্ববোধ
এটাই হবে আমাদের,
দেশের মূল্যবোধ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন