Featured Post

প্রচ্ছদ সম্পাদকীয় ও সূচিপত্র ।। ৮৬তম সংখ্যা ।। বৈশাখ ১৪৩২ এপ্রিল ২০২৫

 সূচিপত্র

কবিতা ।। ফের স্বাধীনতা চাই ।। জগদীশ বসাক

ফের স্বাধীনতা চাই 

জগদীশ বসাক


কেন জাগিছে বারে বার মোর হৃদয় ভরিয়া ব্যথা। 
অর্দ্ধশতাব্দীর সঞ্চিত অব্যক্ত মনের কথা।। 

এত হাহাকার,অনাচার, শোষন শাষন যত। 
লুটতরাজ, ছিনতাই, রাহাজানি,খুন শত শত।। 

নারী ধর্ষন, মেয়ে পাচার, অত্যাবশ্যক ঘটনা  চলে। 
পরিকল্পিত খুন খারাবি, প্রতিহিংসায় গ্রাম জ্বলে।। 

গনতন্ত্র নামের অংকটা ভাই ফলটা বুঝি এই হয়। 
আখের গোছাতে বাদ গেল এক, ছয় পাঁচেতে দশ হয়।। 

ভোগলা বাজী শেষ না হতে,ধাপ্পা বাজী হয় শুরু। 
বাদরে করিছে পিঠার ভাগ, ফাঁকা ভাগে বিড়াল গুরু।। 

অনেক ঠকেছি তাই শিখেছি, শিক্ষা ওদের দিতে চাই। 
মেকি রাজনীতির স্বাধীনতা নয়--ফের        স্বাধীনতা চাই।। 

অট্টালিকা গড়িছে কেহ, দৈন্যের দায়ে মরিছে লোকে। 
ফাইভ স্টারে খুশির ফোঁয়ারা, কেহ কাঁদে পুত্র শোকে।। 

মোদের গাঁয়ে মা বোনেরা,কাটে মাটি  মাথায় ঝুড়ি। 
খেটেও ওদের ভাত জোটেনা,আমরা করি বাবুগিরি।। 

কারো মাথা গুজাবার নেই ঠাই, কেউ বা এয়ার কন্ডিশনে। 
কুকুরেও হাসতো সেদিন, জানতো যদি স্বাধীনতার মানে ।। 

লজ্জা মোদের হয়না তবু, কানে কালা আর দিনে অন্ধ। 
কপোট সাপোট নির্লজ্জ আর বেহায়া বলুক গালমন্দ।। 

বৃটিশ মোদের দেশ ছেড়েছে আমরা তাদের ছাড়িনি। 
শুট,বুট-কোটে আছি সাম্রাজ্য বাদের আচরনি।। 

যাবার সময় কৌশলে তারা ভারতকে করল খন্ডিত। 
কাটা ঘা শুকায়নি  আজও, হয়েছে ক্যান্সারে পরিণত।। 

সারা ভারতে জাগিবে আবারো আমরা নব্বই কোটি। 
মোদের ঠকায়ে যারা খেলিছে পাশা ধরবো তাদের ঝুটি।। 

ভিক্ষায় লভিয়া করদ রাষ্ট্র, এ স্বাধীনতার কোন দাম নাই। 
লাগে যদি রক্ত তবু দিতে রাজি ফের স্বাধীনতা চাই।।

মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

প্রচ্ছদ।। ৮৩তম সংখ্যা ।। মাঘ ১৪৩১ জানুয়ারি ২০২৫ ।। প্রচ্ছদ ও সূচিপত্র

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮৪তম সংখ্যা ।। ফাল্গুন ১৪৩১ ফেব্রুয়ারি ২০২৫

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল