বাঙালি জাতিসত্তার বার্তাবাহক নববর্ষ ।। পাভেল আমান
আমরা জানি, একটি জাতির পরিচয় নির্ভর করে অনেকগুলো বৈশিষ্ট্যের ওপর। একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর ভাষা, পেশা, পোষাক- পরিচ্ছদ, খাদ্যাভ্যাস, দেহের গড়ন, গড়-গড়তা গায়ের রং, সামাজিক মূল্যবোধ, নীতি- নৈতিকতা এবং ঐ নির্দিষ্ট অঞ্চলের ভৌগলিক অবস্থান, আবহাওয়া ও জলবায়ু-সবকিছু মিলিয়ে ঐক্যসূত্র প্রোথিত হয়। ঐ নির্দিষ্ট অঞ্চলের মানুষ আলাদা বৈশিষ্ট্য নিয়ে যে ঐক্যসূত্রে আবদ্ধ হয়- তা ই জাতির উন্মেষ ঘটাতে মূল ভূমিকা পালন করে। কখনো কখনো ভিন্ন জাতি-গোষ্ঠীর মানুষ বংশ-পরম্পরায় যদি স্থানান্তরিত এলাকায় বসবাস করে নতুন পরিস্থিতির সাথে নিজেকে পুরোপুরি মানিয়ে নিতে সক্ষম হয়- দেখা যায় তার পরবর্তী প্রজন্ম নতুন জাতিসত্তার সাথে লীন হয়ে যায়।বাঙালি জাতিসত্তার নিজস্ব বৈশিষ্ট্যের যে সব সাংস্কৃতিক উপাদান রয়েছে তার মধ্যে অন্যতম প্রধান অনুসঙ্গ হলো পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষ। এখন দেখা যাক এ বাংলা নববর্ষের সূচনা হলো কীভাবে। ভারত-বর্ষের মোঘল সম্রাট আকবর কৃষক এবং প্রজাদের কাছ থেকে খাজনা আদায়ের সুবিধার্থে একটি নতুন সন উদ্ভাবনের উদ্যোগ নেন। আকবরের নির্দেশে তার প্রধান জ্যোতির্বিদ আমীর ফতেহ্ উল্লাহ সিরাজী ১৫৮২ খ্রিস্টাব্দের ১০ মার্চ একটি সৌরব...
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন