
কিশোর বেলার বৃষ্টি
চিত্তরঞ্জন সাহা চিতু
বৃষ্টি এলে কিশোরবেলার
হাজার স্মৃতি ভাসে,
ভিজে ভিজে কাটতো সময়
সবুজ ঘাসে ঘাসে।
নদীর জলে ভাসিয়ে ভেলায়
যেতাম অনেক দুরে,
জল পড়তো আস্তে জোরে
যেন গানের সুরে।
এমন দিনে সুর মেলাতাম
আয়রে বৃষ্টি আয়,
খেলাধুলায় বন্ধুরা সব
বড্ড মজা পায়।
চোখের পাতায় সে সব স্মৃতি
আজও আছে ঘিরে,
কিশোরবেলার দিনগুলি ফের
পেতাম যদি ফিরে।
+++++++++++++++++++++
চিত্তরঞ্জন সাহা চিতু, বড় বাজার, চুয়াডাঙ্গা
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন