
আগস্ট এলেই
বদরুল বোরহান
আগস্ট এলেই বুকের ভেতর কষ্ট জেগে ওঠে,
চোখ দুটোতে অস্বাভাবিক অশ্রুধারা ছোটে।
কষ্টগুলো এলোমেলো এবং আড়াআড়ি,
বুকের ভেতর সন্ধ্যে-সকাল করে বাড়াবাড়ি।
আগস্ট এলেই বুকের ক্ষতে কান্না জেগে ওঠে,
তখন আমার হুঁশ থাকে না, জ্ঞান থাকে না মোটে।
আমি তখন যাই হারিয়ে হাজার স্মৃতির ভীড়ে,
স্মৃতির পাতায় দুখ জাগানি ব্যাথার বাঁধন ছিঁড়ে।
আগস্ট মাসে অজানা এক অনুভূতি এসে,
আমার সকল চিন্তাধারা একদিকে যায় ভেসে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের ছবি,
উদাস বাউল এই আমাকে বানায় শিল্পী, কবি।
----------------------
বদরুল বোরহান
ফ্ল্যাট নং-৬০২, বিল্ডিং নং-১
জাপান গার্ডেন সিটি
আদাবর, মোহাম্মদপুর।
ঢাকা-১২০৭
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন