
রাগিং
শ্রাবন কয়াল
রাগিংয়ে যে ছেলেটি মরলো
তার আত্মাকে জিজ্ঞাস করো
রাগিং কি?
যারা রাগিং করলো ওদের জিজ্ঞাস করো
খুশিতো!
যারা প্রতিবাদ মিছিলে হাঁটছে
ওদের জিজ্ঞাস করো রাগিংয়ে আর কেউ
মরবে না তো?
বিশ্বাস করো ওসব মিথ্যা
সাংবাদিক এলো, পুলিশ এলো
সবাই বলছে সুসাইট
কেউ একজন চিৎকার করে উঠলো -খুন খুন
পুলিশ কি সব লিখলো খাতায়
আরো একবার শ্লোগান উঠলো
রাগিং হতে দিচ্ছি না দেবো না
ছেলেটির মা মনে মনে হাসলো।
================
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন