Featured Post
কবিতা ।। স্বাধীনতা ।। রাজীব সেখ
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
স্বাধীনতা
রাজীব সেখ
স্বাধীনতা,আমার স্বাধীনতা
দুশো বছরের ভেঙে শৃংখল
মুছে পরাধীনতা ।
লক্ষ শহীদের আত্ম বলিদানে
আমরা পেয়েছি স্বাধীনতা ।
ফাঁসির মঞ্চে বিপ্লবীরা
হাসিমুখে দিয়েছে প্রাণ ।
আমরা তাদের স্মরণ করি
গাহি তাহাদের জয়গান ।
বিনয়,বাদল,দীনেশ,ক্ষুদিরাম
নেতাজি,তিতুমীর ।
ইতিহাস সাক্ষী তোমরা অমর
স্বাধীনতা সংগ্রামী বীর ।
ধৈর্য,সৈয্য,শান্তি,ত্যাগ
প্রগতির পতাকায় ।
ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় প্রতীক তলে
আমার পরিচয় ।
বীর শহীদের রক্ত ভেজা আত্মত্যাগে
বুকে অস্থিরতা ।
আছড়ে পড়া আন্দোলনের বিজয় রথে
এলো স্বপ্ন মাখা আকাক্ষিত স্বাধীনতা ।
আজ আমি স্বাধীন ,স্বাধীন চিন্তা ধারা
স্বাধীন মূল্যবোধ ।
আমাকে করে যেতে হবে সন্তানহারা পিতা-মাতা
স্বামীহারা স্ত্রীর ঋণের শোধ ।
স্বাধীন দেশের ,স্বাধীন নাগরিক
ধ্যানে জ্ঞানে, আধুনিকতা প্রগতিতে ।
স্বতন্ত্রতার দৃপ্ত কন্ঠে ,সততা ন্যায়-নিষ্ঠায়
সুনাম চাই পৃথিবীতে ।
=======================
Rajib Shaikh
C/O - Rahim Box Shaikh
Vills - Madh Pur
PO - Balia Danga
PS - Murutia
Dist - Nadia
Pin - 741152
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন