Featured Post

শৈশবের স্মৃতির পহেলা বৈশাখ ।। শিউলী ব্যানার্জী (মুখার্জী)

শৈশবের স্মৃতি পটে পহেলা বৈশাখ তথা বাংলা নববর্ষ  শিউলী ব্যানার্জী (মুখার্জী)     বাংলা নববর্ষ আপামর বাঙালির কাছে একটা বিশেষ দিন । নিজেদের বাঙালি আর বাঙালিয়ানায় হয়তো সাজিয়ে তুলতে এই বাংলা নববর্ষের জুড়ি নেই। একটা নতুন আঙ্গিকে ধরা দেয় এই বাংলা নববর্ষ । আজ যখন চারিদিকে এত আধুনিকতার প্রসার , চাকচিক্য ঝলমলে আবরন , আভরন যাই বলি না বাঙালি যেন সব কিছু নিয়েই এক অন্য রূপে নিজেকে সাজিয়ে গুছিয়ে নিয়েছে। কিন্তু যতই দিন বদল হোক আধুনিকতার পরশ লাগুক মনে গ্রাম কি শহর সব যখন ইন্টারনেট পরিষেবায় বিশ্বায়নের আবহে  নিজেদের পরিবর্তিত ও পরিবর্ধিত করে নিচ্ছে তখন আজও শৈশবের ফেলে আসা দিন গুলিতে বৈশাখের আগমনে নববর্ষের সেই আনন্দ সেই আপামর বাঙালির একটা প্রানের ছোঁয়া খুঁজে পাই । তখন স্কুলে পড়ি প্রতিবছর আমাদের সময় স্কুলের পরীক্ষা বছরে দুবার করে হোত হাফইয়ার্লি আর অ্যানুয়ালি। যাই হোক ঠিক চৈত্র মাসে আমাদের হাফইয়ার্লি পরীক্ষা হোত আর পরীক্ষা শেষে একদিন কি দুদিন পর শুরু হোত চৈত্র শেষের গাজন উৎসব ও শেষ দিন পহেলা বৈশাখ নববর্ষ । তাই পরীক্ষা শেষে মনের মধ্যে খুব আনন্দ থাকতো গাজন আর নববর্ষ তথা পহেলা বৈশাখ কে ঘিরে।...

কবিতা ।। স্বাধীনতা: ছিয়াত্তর ।। অশোক দাশ

স্বাধীনতা: ছিয়াত্তর

অশোক দাশ


শত বছর আগে শত- শত শহীদের আত্ম বলিদান,
গঙ্গা -পদ্মায় রক্তের স্রোত লাখো দেশপ্রেমীর রক্ত স্নান।
পরাধীন ভারত হল স্বাধীন ক্ষতবুকে কাঁটাতারের যন্ত্রণা,
ক্ষমতা লোভের লালসায় বীভৎস ভ্রাতৃঘাতী রক্তাক্ত। দাঙ্গা।
সাত পুরুষের ভিটে ছাড়ার বেদনায় ছিন্নমূল জীবন,
উদ্বেগ উৎকন্ঠা গৃহহীন উপোসী জঠর হাহাকার ক্রন্দন।
আজ ক্ষুদিরাম ভগত সূর্যসেন বিনয় বাদল দীনেশ,
মাতঙ্গিনী কল্পনা প্রীতিলতা সুভাষ গান্ধী অস্তাচলে নিঃশেষ ।
শাসক- শোষকের অঙ্গুলি হেলনে খোঁড়ে গণতন্ত্রের কবর,
বিবস্ত্র ভারত জননী কামনার শিকার মনিপুর থেকে হাথরস।
গণধর্ষিতা সাহবানু বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে,
কাঁদে ভারত মাতা জায়া দুহিতা নিরাপত্তাহীনতার আতঙ্কে।
সোনার ভারত লুন্ঠিত উঠেছে লোভী সদাগরের নিলামে,
নেই কাজ পরিযায়ী  শ্রমিক দেশময় পেটের তাগিদে ঘোরে।
কৃষানের আজন্ম শর্তে হাঙরের আনাগোনা প্রতিদিন চলে বেড়ে,
অধিকার শুধু সংবিধানের পাতায় লেখা প্রতিবাদে প্রাণ মরে।
গণতন্ত্রের নামে চলছে এখানে প্রতিদিন  ভন্ডামি প্রহসন,
প্রতিক্ষণ জ্বলছে আগুন জাত -পাত সংঘাতে জীবন মরণ।
বৈষম্যের বেড়াজালে প্রাচুর্যের ঢংকা নিনাদ লজ্জার ভারতে,
উন্মুক্ত আকাশের নিচে অনিকেত মানুষের ভিড় নিরন্ন পেটে।
সততার গায়ে কলঙ্ক কালিমা দুর্নীতিই এদেশে নীতি,
স্বাধীনতা ছিয়াত্তর মুখ লুকিয়ে কাঁদে প্রতিক্ষণ মৃত্যু ভীতি।
হে ভারত মাতার বীর সন্তান ভাঙ্গো অন্যায় অসাম্যের অচলায়তন,
বিভেদ বিষ নাশি একতার জয় গানে প্রতিধ্বনি ভারত স্বাধীন।

==============

অশোক দাশ
ভোজান ,রসপুর ,হাওড়া ,পশ্চিমবঙ্গ ,ভারত।



মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

প্রচ্ছদ।। ৮৩তম সংখ্যা ।। মাঘ ১৪৩১ জানুয়ারি ২০২৫ ।। প্রচ্ছদ ও সূচিপত্র

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮৪তম সংখ্যা ।। ফাল্গুন ১৪৩১ ফেব্রুয়ারি ২০২৫

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল