
১৫ই অগষ্ট
প্রতীক মিত্র
আর একটা বছর চলে এলো।
দেশের বয়স আর একটু বাড়লো।
উড়ালপুল দিয়ে দ্রুত গতিতে দৌড়োতে থাকা
বাসের জানলা থেকে ফ্যাকাশে আকাশের দিকে
চেয়ে থাকলে, শোঁ শোঁ করে হাওয়া কানে লাগলে
স্বাধীনতা নামক ব্যাপারটা কি উপলব্ধি করা যায়?
শুধুমাত্র নিত্যদিন যাওয়া-আসা বাড়ি থেকে অফিস
আর অফিস থেকে বাড়ি; ট্যাক্স, সঞ্চয়, সংসার
এবং বাকি পৃথিবী থেকে গা-বাঁচিয়ে সব প্রতিবাদ
সোশ্যাল মিডিয়াতে উগড়ে দেওয়া বিষ…
জীবন এতটাই সহজ সংক্ষেপসার
যদি হত সেখানে আর স্বাধীনতার তাৎপর্য কি দরকার?
তখনই ছোট্ট সন্তান উৎসাহী হয়ে খোঁজ করে তিনরঙা পতাকার।
খুঁজে পেতে সময় লাগে।কিন্তু মিলে যায় ঠিক।
যত্ন করে রাখা ছিল মূল্যবান জিনিসেরই সাথে।
সে জানতে চায়, আমার শৈশবে পতাকা উত্তোলনের সময় কোন গানটা হত?
তারপর আমি ঘুড়ি ওড়াতাম কিনা?
গল্পগুলো আমিই ওকে শুনিয়েছি
ওর সময় অন্য রকম।
এখন ও স্বাধীনতা দিবস নিয়ে হয়তো উদ্যম উৎসাহ
অনেক খুঁজে পায়, স্বাধীনতা যেন ধরা আর দেয় না।
==================
প্রতীক মিত্র
কোন্নগর-712235, পশ্চিমবঙ্গ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন