
অমলিনতা
বিক্রমজিত ঘোষ
স্বাধীনতা অর্জন করার পথে
অনেক গোলাপ ঝরে গেছে --
আমরা হারিয়ে ফেলেছি আমাদের সংস্কৃতি,
বিদেশী ভাষার হাতে
আমরা নিজেদেরকে তুলে দিয়েছি
ভুলতে বসেছি আমাদের মাতৃভাষা
বিদেশী শাসন থেকে মুক্ত হয়েও
আজ আমরা নানাভাবে লজ্জিত।
শর্তের স্বাধীনতা আমাদেরকে
কুরেকুরে খায় --
চুক্তির স্বাধীনতা প্রমাণ করে
আজ আমরা স্বাধীনতার বেড়াজালে
আটকা পরে গেছি --
এই স্বাধীনতায় নেই কোন সৌন্দর্য্য
আছে শুধু অমলিন বাতাসের স্পর্শ --
এই স্বাধীনতায় নেই কোন আনন্দ।
স্বাধীন ভারতে আমরা স্বাধীন হয়েও
কেমন যেন পরাধীনতার গ্লানি নিয়ে
আমাদেরকে ঘুরে বেড়াতে হচ্ছে --
তবু আমরা স্বাধীন, নয়কো পরাধীন।
------------------------------
বিক্রমজিত ঘোষ
৩০/১/১, উমাচরণ ভট্টাচার্য্য লেন,
রামকৃষ্ণপুর,
হাওড়া -৭১১১০১.
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন