আগুন বাজার
দীনেশ সরকার
মাছবাজারে মাছের গায়ে
হাত ছোঁয়াতেই ছ্যাকা
আকাশছোঁয়া মাছের দামে
খাই যে ভ্যাবাচ্যাকা ।
থাক্ তবে মাছ, সবজি নিয়েই
এখন সরে পড়ি
সবজি কিনতে টাটকা দেখে
দামটা জিজ্ঞেস করি ।
দামশুনে যে ঘোরে মাথা
আগুন বাজার এ কী !
সারা বাজার ঘুরে চোখে
সর্ষেফুলই দেখি ।
কাঁচালংকার দামের ঝাঁঝে
চক্ষু ছানাবড়া
আদা-রসুন আর টমেটোর
দামে রেকর্ড গড়া ।
চাল-ডাল, তেল-নুন, ওষুধপত্র
সবেরই দাম চড়া
ভীষণ কঠিন গোনা টাকায়
মাসের বাজার করা ।
পেনশনের ওই ক'টা টাকায়
মাসের ফর্দ করি
কী কিনবো আর কী কিনবো না
ভেবেই শুধু মরি ।
**********************************
দীনেশ সরকার
১৪০ ডি, হিজলি কো-অপারেটিভ সোসাইটি,
প্রেমবাজার, খড়্গপুর, পশ্চিম মেদিনীপুর --- ৭২১৩০৬
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন