॥ সকল পাওয়ার দেশ ॥
আকাশটাকে কেউ পেতে চায় হাতে
কারো রাজার-রাজা হওয়ার সাধ
কেউ চাইছে উড়তে মেঘের সাথে
চায় ধরতে কেউ আকাশের চাঁদ !
আলাদিনের প্রদীপটা চায় কেউ
কেউ চাইছে সুখের জীয়নকাঠি
কেউ খেতে চায় সাতসাগরের ঢেউ
চায় পেতে কেউ সোনার পাথরবাটি !
কেউ উড়তে চাইছে পক্ষীরাজে
কারোর চাওয়া একটা সুখের বাসা
কেউ হাসি চায় হাজার সুখের মাঝে
চাইছে রে কেউ একটু ভালোবাসা !
চায় কেউ কেউ সুস্থ পরিবেশ
কেউ হতে চায় সত্যি ভালো ছেলে
চাইছি আমি এমন একটা দেশ
যে দেশটাতে সকল চাওয়াই মেলে ! !
-----------------------------------------------------------------
From : Utpal Kumar Dhara ,
Purba Nischintapur ,
Kolkata - 700138
________________________________________
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন