এক অনভিজ্ঞের লেখা
রাস্তার মোড়ে যেখানে করতালি কিনতে পাওয়া যায়।
সেখানে বেঁধেছি সভার শামিয়ানা। ইচ্ছে শুধু একটাই।
যেন প্রশংসার খামতি না ঘটে।
ভাবি। পেশ করি। কখনও বা বুঝি না। বেমালুম। অর্থহীন
শব্দের তীক্ষ্ণ ফলা ওদের কানে আঘাত করে। বিচারাধীন
কিছু সরল বাক্য জটিল হয় জনমতে।
যেটুকু প্রাপ্য বেলাশেষে। সে আমার নয়। অভিজ্ঞতার।
নিঃশর্ত অধিকার লঙ্ঘন। স্পটলাইটের একচেটিয়া স্বত্তাধিকার
বলে আর কতদিন চলবে এভাবে?
সময় পরিশ্রান্ত। বয়স হয়েছে শতাধিক। তদানীন্তন।
যে ভাষা বোধগম্য। সে ভাষায় ডাক দিও। শমন
পাঠিও ফুরাবো যখন কুর্নিশের অভাবে।
==============================
পারভেজ মল্লিক
৬/১৮ মহিস্কাপুর রোড, দুর্গাপুর- ৭১৩২০৫
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন