চেরাপঞ্জির শীতঘুম
এখনো কয়েক মেঘ ঘুম বাকি,
এই শালবনের ছায়ায় ছায়ায়
পেরিয়ে যাওয়াই ভালো,
রোদ উঠলেই বাঁচতে ইচ্ছে হয় আর
স্বপ্নের গায়ে তাপ লাগে...
তারপর
আবার একটা মায়াবী সন্ধ্যা নিয়ে যাবে ঠিক মদীরাতে,
কাঁচের গ্লাসে মদ আমার নাড়ী গুলোকে রতি ভোগে ডাকবে জানি
নিজেকে উন্মাদ করবে বুক
জলসাঘরে তুমি প্রদীপ ঘেরা
ঘোমটা পরে পায়ে নূপুরখানি জড়ালে.....
ভোর ভোর ঘুম কাঁচা চোখের জ্বালায় হয়তো নিয়ে যাবে মাছ বাজারে ,কিংবা অফিসের
পাশের গলিতে
বিপ্লব যেথায় মাথা থেকে দেয়ালে
নিয়েছে ঠাঁই.....
কিংবা ধরো বাচ্ছা- বুড়োর চায়ের ঠেকে.....
আবার নতুন করে গল্প লিখতে হবে ঠিক
তার চেয়ে মানে মানে কেটে পড়াই
নিরাপদ
এই চেরাপঞ্জির মেঘের আড়ালে
সূর্য ওঠার আগেই...
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন