তিনটি কবিতা
-----------------------------------------
১
ধূতরা ফুল
এই অগোছালো উঠোনে
পরম্পারার তুলসীমঞ্চের গায়ে
ক্রমশ হেলান দিয়েছে শরণার্থী ঘাস,
অতিথি জারবেরার দুধ-আলতা ঠোঁটের
সঙ্গে যখনই করি আলাপ,
বাঁশী হারানো রাখালের মতো সাদা ধূতরার
আনত মুখ তখনই হুতাশ
কে যেন আদর চেয়েছিল অযত্ন কুঁড়ির কোঠরে,
কাকে এড়িয়ে পেরিয়ে গেছে প্রত্যেক পরিচর্যার হাত
পাশাপাশি পংক্তিতে দাঁড়াবার শব্দমালা
গেঁথে রেখেছিল কারা,
হায়! নি:শব্দ সৌরদিন
সকল পরিশীলিত ভাব আমার
কবেকার অনুশীলনের কাছে এখনও পরাধীন...
২
দুপুর
এখন দুপুরবেলা গোলাকার সূর্যের
সোজা হয়ে পড়েছে রোদ্দুর হৃদয়ে,
এখন আসপাশে কোনও ছায়া নেই
ব্রক্ষ্মতালু ধারণ করেছে সব উত্তাপ,
দূরে হেঁটে যায় ঘোলাটে বিকেল
সকাল এখান থেকে তামার মতো লাগে,
একটাও ফুল ফোটে না এখন
এখন ফুলবনে না যাবার সময়
আ-মাস্তুল ভিজে একশেষ পথে
এ দুপুরে হঠাৎ মেঘ করে এলে মাথায়,
শুধু পায়ে পায়ে পথ পেরোবার কথা
দিগন্ত শুধু প্রান্তর এই বেলা---
ক্রমশ ফাঁকা হওয়া নদী পারে
একা ডিঙি ভরসার ধূসর দ্বিপ্রহরে ।
৩
ফেরিওয়ালা
সমস্ত নালা ভরা বৃষ্টির পুণ্য জল
স্যাতসেতে বুক পেতে নিচু পথ
চাঁদের উঠোন দিয়ে ঘরে ফেরে ক্লান্ত মেঘ
ফি-বছরের স্বপ্নে বিভোর,
সেই আলো নেভা পথ ধরে
উৎসব ফেরি করে
উঠোনে দাঁড়াই তোমার,
বলি, সুদূরের আতর আছে ঝোলাতে
বলি, যত আনকোরা কবিতা হৃদয়ে--
তুমি নেবে ? কিচ্ছু না ভেবে...
=====================
ঠিকানা:---সুব্রত বিশ্বাস
গ্রাম ও পোষ্ট-ধর্মপুকুরিয়া
বনগাঁ, উত্তর২৪পরগনা
ই-মেল-
biswassubrata1168@gmail.com
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন