একটি গাছ অনেক প্রাণ
আমি একটি গাছ, আমার আছে প্রাণ।।
আমিই বাচাব তোমাদেরও প্রাণ।
তবুও, তোমরা তো বোঝো না।
আমাকে বাচিয়েও রাখ না।
তোমরা শহর গড়ো,রাস্তা করো।
আর আমাদের শুধু ধ্বংস করো
সবুজ কে নষ্ট করতে জানো
আর ক্ষরা বন্যাকে ডেকে আনো।।
শুদ্ধ শ্বাস প্রশ্বাস নাও।
তোমার জন্য আমাকে বাচাও।
"একটি গাছ-একটি প্রাণ
একটি বন্ধুর সমান"
আমাকে ধ্বংস করো না।
পরিবেশ দূষণ করো না।
তাই,গাছ লাগাই প্রাণ বাচাই আর
এই হোক আমাদের দৃঢ় অঙ্গীকার!
=====================
তরুণ কুমার মাঝি
মগরাহাট, দক্ষিণ ২৪ পরগনা।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন