ওদের কথা
আমি কি তোমাকে আঘাত করেছি
গায়ে বসিয়েছি থাবা?
জানোনা, আমার অরণ্যে নেই
আজ একটুও খাবার?
বন নেই তাই বন্যেরা আজ
রাস্তায় ভিক্ষুক
খান্ডবদাহী আগুনের মত
লোভী তোমাদের মুখ।
দেয়ালে কেমন ঝুলিয়েছ আহা
আমার শৃঙ্গ, চর্ম
আমার দন্তে বোধহীন শোভা
কীবা শিকারির কর্ম!
আমার ধর্ম ক্ষুধা মেটানোর
তোমার ধর্ম কি?
তোমার শঠতা, নিষ্ঠুরতাকে
আমরাও বলি, ছিঃ!
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন