অামার ঘর-বাড়ি
এক অদ্ভুত কৌণিক উলম্বতলে
দাঁড়িয়ে অাছে
অামি এবং অামাদের ঘর-বাড়ি ....
দমবদ্ধ অাকাশের কার্ণিশে
হাঁটা চলা করতে করতে দেখে ফেলছি
নীচে ছড়িয়ে থাকা
মাটির যাবতীয় ঘর-সংসার....
স্বপ্নের রঙে রাঙানো
সব একস্তরীয় , দ্বি-স্তরীয় কাঁচা এবং
পাকা দালান কোটা
নির্বাক
নিথর
অামাদের ঘরের চৌকাঠ পেরিয়ে
সারাক্ষন
হাবুডুবু খাচ্ছে
অামাদের সব
সকাল
বিকাল
এবং সন্ধ্যা
শুকনো এলোমেলো বাতাস
সারাক্ষন চেষ্টা করে চলেছে
ভালবাসার যাবতীয় স্পেস ভেঙে গুঁড়িয়ে
এক বিরাট শন্যতা তৈরি করতে .....
============================
ঠিকানা :
প্রণব কুমার চক্রবর্তী ,
৩৭/১ , স্বামী শিবানন্দ রোড , চৌধুরীপাড়া ,
বারাসাত , কোলকাতা - ৭০০ ১২৪
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন