সে আমায় ভোলেনি তখনও
এ বছর কোনো জমিতে ধানচাষ করিনি আমি
শহরে আসার পর এই প্রথম
এখান থেকে ধেয়েবয়ে গিয়ে...
হিসেবে পোষায়নি বলে চাষে দিইওনি কাউকে
অর্থাৎ এ বছর যাকে বলে হাটে-গোলা আমার ।
শেষ শরতের এক মায়া-বিকেলে মাঠে বেরিয়েছি
দূর থেকে চোখ পড়তেই বুকে মোচড়
ঢলঢল গরবিনী আশপাশ
কেবল কী রিক্ত বহুদিনের তলাপেড়েটা আমার -
পুরো সত্ত্ব খেয়ে ঝাড় ঝাড় নধর আগাছা কেবল !
নিজের দ্বিতীয় কোনো জমির দিকে পা ওঠে না আর
অধোবদন ফিরছি – মৃদু ডাক এক
ভেড়ি থেকে নেমে কাছে গেলাম
খুশি-ঝলমল ঝাড়গুলিতে অর্ঘ্য নিবেদনের ভঙ্গি !
স্তব্ধ বিস্ময়ে দেখি ঝাড়গুলিতে থোড় আসছে ধানের !
* * *
অরবিন্দ পুরকাইত
গ্রাম ও ডাক – গোকর্ণী,
থানা – মগরাহাট,
জেলা – দক্ষিণ চব্বিশ পরগনা,
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন