বিনিময়
রেখাটাকে ডিঙোতে পারলে
তোকে উপহার দিতে পারি
একটা রঙিন পৃথিবী
একটা আকাশও দিতে পারি
যদি আমার বুকে এঁকে দিস
একটা চাঁদের ছবি।
তোকে দিতে পারি একটা অরণ্য
দিতে পারি নীলকণ্ঠের একঝাঁক
অব্যক্ত ভাষা
আমায় দিতে পারিস তুই যদি
তোর নির্ভেজাল ইচ্ছেদের
একচিলতে আশা।
জ্যোৎস্না ছড়াতে পারিস যদি কখনো
তোর ঘুমিয়ে থাকা চাঁদের
গোধূলি উঠোনে
পরাগ ছড়িয়ে আমিও তবে
ফুটিয়ে দিতে পারি শতদল
তোর উপোসী বনে।
আর যদি আঁধার সাঁতরে
মাথা রাখতে পারিস কখনো
ভোরের কোলে
বিনিময়ে চোখে চোখ রেখে
আমিও ঢেকে নিতে পারি নিজেকে
তোর রূপোলী আঁচলে।
--------------------------------------------------------------
Tapan Kumar Maji,
Courtmore, Hindusthanpark,
Asansol-- 713304,
Burdwan (W), 03/11/18,
-------------------------------------------------------------
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন