বাবা
বাব মানে ঝড়ের দিনে ঠিক টেনে নেয় বুকে
বাবা মানে বাড়ির সবাই আমরা থাকি সুখে ।
বাবাই শুধু স্রোতের দিকে ঠিকই দেবে ঠেলে
বাবার ছোঁয়ায় ঘর উঠোনে খুশির বাতাস মেলে।
বাবার কথায় ভয় থাকেনা পাহাড় কিংবা জলে
ভাঙা সাঁকো পার হওয়া যায় তারই সাহস বলে।
বাবা হোল বটের ছায়া দুঃখ ও সুখ জানাাই
আঁধার রাতে মনের ঘরে খান সাহেবের সানাই ।
=================================
. ------------------স্বপনকুমার বিজলী মগরাহাট M. 8298020646.
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন