"অস্তিত্ব"
আস্তে আস্তে তুমিও মিলিয়ে যাবে একদিন
জলবিন্দুর মতো
গল্পপাতা সোনালী বিকেল
ঠিক উবে যাবে।
তবে ঘৃণা কেন ? ভালোবাসতে পারো তুমিও
দু'হাত ভরে, চঞ্চুতে চঞ্চুতে।
কাঁধে কাঁধ না রাখলে অনায়সে ফাটল ধরবে অস্তিত্বে
লজ্জাবতীর মতোন গুটিয়ে যেতে হবে
আর দু চার জনের মতো।
তারপর সবশেষ। একটা গল্প লেখার ও জায়গা পাবে না।
NAME--DINMOHAMMAD SEKH
VILL-- DHAPARIA
P.O-- MATCHPOTA
P.S-- NAKASHIPARA
DIST-- NADIA
PIN--741124
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন