বিষাক্ত হেমন্তের দিন
এই হেমন্তের বাতাস বড্ড বেশী বিষাক্ত..
এলোমেলো হাওয়ার স্রোতে স্থিরতা নেই
বয়ে চলছে এক গুচ্ছ বিষাক্ত চঞ্চলতা..
বিষ ছড়াচ্ছে রঙীন ফুলের পাপড়ি থেকে।
ভরা দুপুরের ছিনিমিনি রৌদ্র স্নান শেষে
পরিযায়ী পাখিদের পালক উজ্জ্বল হয়েছে
সেই ওজ্জল্যে ঘনিষ্ট হচ্ছে একজন অন্যতে
সেই ঘনিষ্ঠতাতেও বিষ ছড়াচ্ছে থেকে থেকে।
মাঠে হলদে ধান কিনবা শিশির মাখা ঘাষ নেই
আছে এক কাস্তে তেড়ে আসা বিষাক্ত থাবা
সেই বিষাক্ত আলিঙ্গনে উষ্ণতা নেই, নেই সান্নিধ্য
আছে এক নদী বিষাক্ত রক্ত মাখা স্রোত।
==========================
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন